ভারতকে ৩৭ টন ইলিশ পাঠালো বাংলাদেশ
জাতীয় মাছ ইলিশ, ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে ভারতের দিকে প্রথম চালানে ৩৭.৪ টন ইলিশ রপ্তানি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে ৮টি ট্রাকে ইলিশগুলো পেট্রাপোল বন্দরে পৌঁছায়।
ভারতের কলকাতার ৫টি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—ইলিশ আমদানি করেছে। বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকি ট্রেডিং—এ রপ্তানি করেছে।
যদিও সাধারণভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ, তবে পূজার জন্য সরকার বিশেষভাবে ১,২০০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২.৫ মার্কিন ডলার (প্রায় ১,৫৩৩ টাকা)।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত রপ্তানি সম্পন্ন করতে হবে। গত কয়েক বছর দেখিয়েছে, অনুমোদিত পরিমাণের তুলনায় সবসময় কম ইলিশ রপ্তানি হয়ে থাকে।