ব্রেকিং নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান, ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। মামলায় আগামীকাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।

এর আগে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জানান, অভিযুক্তদের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Advertisement

মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ ও শহীদদের তালিকা রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×