ব্রেকিং নিউজ

সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে যত উপকার

সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে যত উপকার

ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাওয়া যেন সোনায় সোহাগা। এটি শুধু পেট ভরায় না, শরীরের ভেতর থেকেও দেয় শক্তি ও সতেজতা।

ছোলা একটি সহজলভ্য ও সাশ্রয়ী খাবার, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। অনেকে ভুনা ছোলা খেতে পছন্দ করেন, তবে পুষ্টিবিদদের মতে ভেজানো কাঁচা ছোলা আরও বেশি উপকারী।

চলুন জেনে নেওয়া যাক—প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়:

Advertisement

ওজন কমাতে সাহায্য করে :

ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার আছে, অথচ ক্যালোরি খুবই কম। ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে, অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি হতে পারে আদর্শ খাবার।

রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে:

ছোলার কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার একসঙ্গে কাজ করে রক্তে গ্লুকোজ ধীরে প্রবেশ করতে সাহায্য করে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

Advertisement

চুল রাখে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল:

ভেজানো ছোলায় রয়েছে ভিটামিন এ, বি৬, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ—যা চুলের গোড়া শক্ত করে, অকালপক্কতা রোধ করে এবং চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।

রক্তচাপ ও কোলেস্টেরল কমায়:

ছোলার ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি হ্রাসে সহায়ক।

হিমোগ্লোবিন বাড়ায়:

আয়রনসমৃদ্ধ ছোলা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। অ্যানিমিয়ায় আক্রান্ত, দুর্বলতা অনুভবকারী, এমনকি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্যও এটি অত্যন্ত উপকারী।


বয়সের ছাপ পড়তে দেয় না:

Advertisement

ছোলায় থাকা ম্যাঙ্গানিজ ত্বকের কোষকে সুরক্ষা দেয় এবং বলিরেখা বা ফাইন লাইনস কমাতে সহায়তা করে। নিয়মিত ছোলা খেলে ত্বক থাকে সতেজ, তরতাজা ও প্রাণবন্ত।

শরীরের যত্ন নিতে সবসময় দামি খাবারের দরকার নেই। প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো কাঁচা ছোলাই দিতে পারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। তাই আজ থেকেই দিনটি শুরু করুন ছোলা দিয়ে—সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×