উচ্চ রক্তচাপে ঝুঁকি বাড়াতে পারে দীর্ঘদিন প্যারাসিটামল সেবন
ছবি: সংগৃহীত
আমাদের অনেকের সামান্য মাথাব্যথা কিংবা জ্বর জ্বর ভাব হলেই প্যারাসিটামল খাওয়ার অভ্যাস রয়েছে। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের জন্য দীর্ঘদিন প্যারাসিটামল খাওয়া ঝুঁকির কারণ হতে পারে বলে জানা গেছে একটি গবেষণায়।
বিবিসির খবরে জানানো হয়েছে, সার্কুলেশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়—প্যারাসিটামলের কারণে তৈরি হওয়া উচ্চ রক্তচাপ হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
১১০ স্বেচ্ছাসেবীর ওপর চালানো এক ট্রায়ালে দেখা যায়, টানা দুই সপ্তাহ প্রতিদিন চারটি (১ গ্রাম) প্যারাসিটামল সেবনের ফলে কিছু শ্বেতাঙ্গ স্কটিশের রক্তচাপে ছোট হলেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে।
তবে গবেষকরা বলছেন, প্যারাসিটামল ব্যবহারে রক্তচাপ বৃদ্ধির প্রভাব দীর্ঘমেয়াদে কতটা থাকে বা এর ফলে হৃদ্রোগের ঝুঁকি কতটা বাড়ে, তা নিশ্চিত নয়। এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।
লন্ডনের সেইন্ট জর্জেস ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগের শিক্ষক ড. দিপেন্দর গিল জানান, এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
প্যারাসিটামল কীভাবে রক্তচাপ বাড়ায়, সে সম্পর্কেও সুস্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি। তবে গবেষকরা মনে করছেন, দীর্ঘদিন প্যারাসিটামল গ্রহণকারীদের স্বাস্থ্যঝুঁকি চিকিৎসকদের বিবেচনায় রাখা উচিত।
তবে তারা এও বলছেন, মাথাব্যথা বা জ্বরের জন্য স্বাভাবিকভাবে প্যারাসিটামল সেবনে তেমন কোনো সমস্যা নেই।