Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

ছবি : দ্য ন্যাশনাল

Advertisement

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’। গত বছর উদ্বোধনের পর সংক্ষিপ্ত সংস্কার শেষে এ গ্রীষ্মে আবারও অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে লাক্সারি এ অবকাশ কেন্দ্র।

রিসোর্টে প্রবেশ করতে হয় সরু ও বাঁকানো শিলা কেটে তৈরি গলি পেরিয়ে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে আকর্ষণীয় ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে সুরেলা সংগীত অতিথিদের আমোদিত করে।

ডেজার্ট রকে থাকার জায়গা চার ভাগে বিভক্ত। হোটেলের সর্বোচ্চ স্থানে রয়েছে দুই শয্যার একটি ভিলা। এর মাস্টার বেডরুম থেকে দুর্গম পাহাড়ি দৃশ্য ও ব্যক্তিগত ইনফিনিটি পুল দেখা যায়। অন্য ঘরে দুটি কুইন বেড, বড় ডাইনিং স্পেস ও শিলার দেয়ালে সাজানো বসার ঘর রয়েছে। মাস্টার বাথরুমে স্ট্যান্ডঅ্যালোন বাথটাব, ফ্লোর-টু-সিলিং জানালা ও ওয়াক-ইন রেইন শাওয়ারে মিলবে পাহাড়ি দৃশ্যের স্বাদ।

Advertisement

রিসোর্টের সাজসজ্জা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ও রঙে তৈরি, যা মরুভূমির পরিবেশের সঙ্গে মিশে গেছে। খাবারের তালিকায় রয়েছে পেরুভিয়ান, কাশ্মীরি ভেড়ার মাংসসহ বিভিন্ন দেশের সিগনেচার আইটেম। জুস, কফি ও নানা পানীয়রও সমৃদ্ধ সম্ভার রয়েছে এখানে।

অবকাশ যাপনকারীদের জন্য থাকছে ওয়াদি পুল, অবজারভেটরি, ডেজার্ট গেমসসহ নানা আয়োজন। পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য রাখা হয়েছে অ্যাবসেইলিং, জিপলাইন, ক্লাইম্বিং, হাইকিং, ই-বাইকিং ও নক্ষত্রদর্শন কার্যক্রম। সৌদি রান্না শেখানোর ক্লাসও থাকছে।

স্পা সেন্টারে অতিথিরা উপভোগ করতে পারবেন সাউনা, স্টিম রুম, হাম্মাম, ভিটালিটি পুল ও কোল্ড প্লাঞ্জসহ নানা ধরনের থেরাপি।

ন্যূনতম খরচ ধরলে ডেজার্ট রকের এক শয্যার ওয়াদি ভিলায় থাকতে প্রতি রাতে গুনতে হবে প্রায় ১ হাজার ৮৬৬ ডলার। খবর : দ্য ন্যাশনাল

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×