ব্রেকিং নিউজ

‘র‍্যাম্প মডেল’ রূপে নরেন্দ্র মোদিকে দেখতে চান কঙ্গনা রানাউত

‘র‍্যাম্প মডেল’ রূপে নরেন্দ্র মোদিকে দেখতে চান কঙ্গনা রানাউত

কঙ্গনা রানওয়াত ও নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার ‘র‌্যাম্প মডেল’ হিসেবে দেখতে চান বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। তাঁর মতে, শুধু পোশাক-আশাক নয়, ব্যক্তিত্ব ও আচার-আচরণ দিয়েই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে পারবেন প্রধানমন্ত্রী। কঙ্গনার ভাষায়, “র‌্যাম্পে হাঁটলে ফ্যাশন জগতে সাড়া ফেলে দেবেন নরেন্দ্র মোদি।”

অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সম্প্রতি দিল্লিতে এক ফ্যাশন শোতে যোগ দেন কঙ্গনা রানাউত। সেখানে নিজেও ভিন্ন রূপে র‌্যাম্পে হাঁটেন তিনি। ওই সময় এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়— রাজনীতির জগত থেকে কে সবচেয়ে ভালো র‌্যাম্পে হাঁটতে পারবেন? বিন্দুমাত্র দেরি না করে কঙ্গনা বলেন, “অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। উনি অসাধারণ হাঁটবেন র‌্যাম্পে। ওঁর স্টাইল অনন্য।”

Advertisement

প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে কঙ্গনা আরও বলেন, “সবকিছু নিয়েই খুব ওয়াকিফহাল উনি— শুধু রাজনীতি নয়, সমাজের সব দিক সম্পর্কে জানেন। তাই আমি মনে করি, ফ্যাশন শোতে উনি দুর্দান্ত ‘শো-স্টপার’ হতে পারেন।”

সম্প্রতি দিল্লিতে পোশাকশিল্পী রাহুলের বিয়ের গয়না কেন্দ্র করে আয়োজিত ওই ফ্যাশন শোতে ছিলেন কঙ্গনাই ‘শো-স্টপার’। সেদিন তিনি পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি ও ভারি সোনার গয়না।

কঙ্গনাকে এই রূপে দেখে অনেকে মনে করেছেন তাঁর জনপ্রিয় সিনেমা ‘ফ্যাশন’-এর কথা, যেখানে তিনি অভিনয় করেছিলেন এক র‌্যাম্প মডেলের চরিত্রে। সেই ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। বাস্তব জীবনেও বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইমার্জেন্সি’। পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়; ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন তিনি।

Advertisement

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×