চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন
ছবি: সংগৃহীত
চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে টাইফুন ‘মাতমো’। রোববার (৫ অক্টোবর) দুপুরে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রদেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং জনজীবনে দেখা দেয় মারাত্মক বিপর্যয়।
স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টাইফুনটি গুয়াংডংয়ের সুয়েন উপকূলে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ছিল প্রায় ১৫১ কিলোমিটার, জানিয়েছে রয়টার্স।
এর আগে গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। এই দীর্ঘ ছুটিতে কোটি মানুষ দেশজুড়ে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু টাইফুন ‘মাতমো’ সেই ছুটির আনন্দে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে।
টাইফুনের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির জনপ্রিয় গন্তব্য হাইনান প্রদেশে ফেরি চলাচল বন্ধ করা হয়, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। এছাড়া কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা স্থগিত করা হয় এবং পূর্বসতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়।
এর আগে গত সপ্তাহে এই টাইফুনের প্রভাবে ফিলিপাইনে বন্যা দেখা দিয়েছিল। পরে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চীনের উপকূলের দিকে এগিয়ে আসে। শনিবার এটি একটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে পূর্ণাঙ্গ টাইফুনে পরিণত হয় এবং গুয়াংডংয়ের দিকে ধাবিত হয়।
আবহাওয়াবিদদের মতে, উপকূলে আঘাত হানার পর ঝড়টি ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।