Site Logo | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নেপালে আবারও আটক কারাগার থেকে পালানো ৩৫০০ অপরাধী

নেপালে আবারও আটক কারাগার থেকে পালানো ৩৫০০ অপরাধী

নেপালের একটি কারাগারের সামনে আসামীদের স্বজনরা, ছবি: সংগৃহীত

Advertisement

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া জেন-জি বিক্ষোভের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ইতোমধ্যে ৩,৭২৩ জনকে আবার আটক করা হয়েছে।

এই খবর রবিবার (১৪ সেপ্টেম্বর) নেপালের স্থানীয় সংবাদমাধ্যম হিমালয় টাইমস জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ১০,৩২০ জন বন্দি পলাতক রয়েছে। এদের মধ্যে কেউ দেশ ছাড়ার সময় ভারতীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে, আবার কেউ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে। অনেকে স্বেচ্ছায় কারাগারে ফিরে এসেছে।

Advertisement

পুলিশ হেফাজত থেকে পালানো বন্দিদের মধ্যে ১৩৯ জনকে এখন পর্যন্ত ধরা পড়েছে, এবং আরও ২,১০০ জন নিখোঁজ রয়েছে। বিক্ষোভকালে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে এসব পালানোর ঘটনা ঘটে।

চিতওয়ান জেলা কারাগার থেকে পালানো ৭৪০ বন্দির মধ্যে ২৩৫ জন ইতোমধ্যে ফিরে এসেছে। এছাড়া ভৈরহাওয়া কারাগারের চারজন, দামাউলি কারাগারের একজন এবং অন্যান্য কারাগারের ১৪ জন বন্দি চিতওয়ান কারাগারে হাজির হয়েছে। তবে দূরত্ব ও যোগাযোগের বিলম্বের কারণে প্রায় ৫০ জনের হিসাব এখনো মেলেনি।

পুলিশ জনগণকে অনুরোধ করেছে—পলাতক বন্দিদের বিষয়ে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানাতে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×