ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভূমি মন্ত্রণালয় : সিনিয়র সচিব
দুর্নীতি ও হয়রানিমুক্ত অনলাইন ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠছে জনবান্ধব সেবা নিশ্চিত করতে

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানই নাগরিক সন্তুষ্টি অর্জনের মূল শর্ত।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সঙ্গে সুশাসনের সম্পর্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
সিনিয়র সচিব জানান, ভূমি মন্ত্রণালয় দুর্নীতি দমনে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। হয়রানি কমাতে ইতোমধ্যে চালু করা হয়েছে অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন।
তিনি বলেন, নৈতিকতা ও সুশাসন একে অপরের পরিপূরক। দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনে এই দুই মূল্যবোধকে সর্বাগ্রে রাখতে হবে।
জনবান্ধব ভূমি সেবার প্রতিশ্রুতি
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো জনগণের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা পৌঁছে দেওয়া। এজন্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, সহানুভূতি, সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আরও সুচারুভাবে পালন করা সম্ভব হবে। নাগরিকদের আস্থা অর্জন ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সুশাসন ও নৈতিকতার গুরুত্ব
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, নৈতিকতা ও সুশাসন সমাজে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।