ব্রেকিং নিউজ

রূপগঞ্জে অবৈধ হাউজিং কোম্পানির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

রূপগঞ্জে অবৈধ হাউজিং কোম্পানির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলাকালীন ছবি / সাইনবোর্ড উচ্ছেদ দৃশ্য / ইউএনও অফিসের ছবি

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত একাধিক হাউসিং কোম্পানির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (তারিখ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে পাঁচটি অবৈধ হাউজিং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু হাউজিং কোম্পানি সরকারি অনুমোদন ছাড়াই জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার অসংখ্য অভিযোগ পাওয়ার পরই এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, যে কোনো হাউজিং প্রকল্প পরিচালনা করতে হলে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কেউ হাউজিং ব্যবসা চালাতে পারবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত এ ধরনের অভিযান চালু থাকলে প্রতারণামূলক হাউসিং ব্যবসা বন্ধ হবে এবং আবাসন খাতে শৃঙ্খলা ফিরবে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, এই অভিযানের ধারাবাহিকতায় খুব শীঘ্রই নর্থ সাউথ গ্রীন সিটি, ফুজিসান গ্রীন সিটিসহ অন্যান্য অবৈধ হাউসিং প্রকল্পগুলোর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×