যেসব কারণে হতে পারে হার্টের সমস্যা

প্রতীকী ছবি: সংগৃহীত
মানব শরীরে হঠাৎ করে ক্লান্তি ভাব দেখা দিতে পারে। যার কারণে অনেকে মনে করেন অতিরিক্ত কাজের চাপ কিংবা মানসিক চাপ থাকলেই ক্লান্তিকর অনুভূতি হয়। কিন্তু তা সব সময়ের জন্য নয়। কখনো কখনো পর্যাপ্ত বিশ্রাম কিংবা অতিরিক্ত বিশ্রামের পরেও শরীরে ক্লান্তি ভাব আসতে পারে। আবার কখনো শরীর ভারী লাগে, কাজ করতে ইচ্ছে করে না -চিকিৎসা বিজ্ঞান বলছে এইসব হতে পারে হৃৎপিণ্ডে চাপ পড়ার কারণে। যখন হৃৎপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ ঠিকমতো হয় না, তখন শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে।
এর প্রভাব পড়ে আমাদের শক্তি ও সজীবতা এবং মনের উপর। হার্টের পেশিতে অতিরিক্ত চাপ তৈরি হলে, দেহে এক ধরনের ক্রমাগত ক্লান্তি অনুভব হয় যা ঘুম বা বিশ্রামেও ঠিক হয় না। এই ধরনের উপসর্গ উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে।
চলুন, জেনে নিই কোন লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া জরুরি
১। বিশ্রাম বা ঘুমের পরেও ক্লান্তি দূর না হওয়া।
২। বুকে ভারী ভাব অনুভব হওয়া — এটি হার্ট অ্যাটাকের বড় একটি লক্ষণ।
৩। মাথা ঘোরা বা দুর্বল লাগা — রক্তচাপ বা রক্তপ্রবাহে সমস্যা।
৪। পা ও গোড়ালি ফুলে যাওয়া — রক্ত সঞ্চালনের ব্যাঘাতের ইঙ্গিত।
এই ধরনের সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।