সৃজিত মুখার্জির নতুন প্রেম! মিথিলার কি আবারও ডিভোর্স?
রাফিয়াত রশিদ মিথিলা, ছবি: সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৃজিত। এর আগেও ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
এদিকে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে প্রশ্ন করা হয় “অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নন; আপনি কী বলবেন?”
উত্তরে মিথিলা বলেন, “এটা যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।”
পরবর্তী প্রশ্ন আসে—“তাহলে তিনি কি এখনো আপনার স্বামী?”
মুহূর্তের বিরতি নিয়ে মিথিলা বলেন, “হ্যাঁ।” পাসপোর্টে সৃজিতের নাম এখনো স্বামী হিসেবে আছে কি না জানতে চাইলে, তিনি মাথা নেড়ে জবাব দেন, “হ্যাঁ।”
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেছিলেন মিথিলা এবং তাকে ভর্তি করিয়েছিলেন স্থানীয় এক স্কুলে। তবে গত দুই বছর ধরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় আছেন তিনি।
অনুষ্ঠানে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়েও আলোচনা হয়। একসঙ্গে তাদের দেখা মেলে না বললেই চলে। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে মিথিলা আর কলকাতা যাননি। কারণ জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, “ভিসা নেই।”