ব্রেকিং নিউজ

প্রতারণার ফাঁদে পড়লেন নুসরাত ফারিয়া

প্রতারণার ফাঁদে পড়লেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া, ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার পড়লেন প্রতারণার ফাঁদে। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে, এবং ওই আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করে সবাইকে সতর্ক করেছেন ফারিয়া। তিনি লিখেছেন,

“কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

Advertisement

অভিনেত্রী আরও অনুরোধ করেছেন, “ভুয়া প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারও কথায় টাকা পাঠাবেন না। অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।”

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা নতুন কিছু নয়। এমন প্রতারণার খবর প্রায়ই শোনা যায়। এবার সেই বিড়ম্বনার শিকার হলেন নুসরাত ফারিয়া। তাই তিনি ভক্তদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির শিকার হয়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্কবার্তা দিয়েছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×