ব্রেকিং নিউজ

স্বামীকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী

স্বামীকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী

হিমি আহসান, ছবি: সংগৃহীত

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান টেলিভিশন নাটকের নানান চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তবে পর্দার আড়ালে এই অভিনেত্রীর বাস্তব জীবন ছিল কঠিন ও তিক্ততায় ভরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সংগ্রামের গল্প শোনালেন তিনি।

‘তারাবেলা’ অনুষ্ঠানে অংশ নিয়ে মিহি জানান, ২০১৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করার পর থেকে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে কাজ করছেন। শুটিং ঘিরেই কাটে তার ব্যস্ত সময়।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে অভিনেত্রী জানান, বিয়ের পর জানতে পারেন তার সাবেক স্বামী আগেই আরেকজনকে বিয়ে করেছেন। সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।

Advertisement

“তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে,” বলেন মিহি আহসান। “আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটকে কাজ করিনি, সোশ্যাল মিডিয়াতেও কিছু পোস্ট করিনি। শুধু নিজেকে সামলে নিতে চেয়েছি।”

মাত্র ১৮ টাকায় কাবিনের বিষয়েও খোলামেলা কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, “হ্যাঁ, সত্যি—আমার বিয়ের কাবিন ছিল মাত্র ১৮ টাকা। তখন আমি ছোট, কিছুই বুঝিনি। এখন মনে হয়, সেটিও একধরনের অসম্মান ছিল। ভালোবাসা টাকায় মাপা যায় না, তা বিশ্বাস আর শ্রদ্ধায় গড়ে ওঠে।”

নিজের ব্যক্তিত্ব নিয়ে মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু আসলে আমি ভীষণ নরম মনের। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বলতা দেখে ফেলুক, তাই সবসময় হাসি দিয়ে তা ঢেকে রাখি। এই হাসিটাই অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর মাধ্যম। হয়তো এ কারণেই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।”

অভিনেত্রীর ভাষায়, “আমি খুব সংবেদনশীল। মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ আছে, কিন্তু তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি ধরে রাখাটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Advertisement

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×