কারিশমা'র সংসারে অশান্তি সৃষ্টি করা কে এই প্রিয়া?
কারিশমা কাপুর, ছবি: সংগৃহীত
অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর আবারও আলোচনায় আসেন এই বলিউড তারকা। সঞ্জয়ের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর ও কারিশমার দুই সন্তান—সামাইরা ও কিয়ানের মধ্যে চলছে আইনি লড়াই। এ নিয়ে এবার মুখ খুলেছেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা জানান, সঞ্জয়ের তৃতীয় বিয়েতে তাদের পুরো পরিবারের ঘোর আপত্তি ছিল। তিনি বলেন, “কারিশমা এই অপমানের যোগ্য ছিল না। সে বিয়েটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।”
মন্দিরা আরও বলেন, “যখন সঞ্জয় ও কারিশমার সম্পর্ক ভালো চলছিল, আর তাদের দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম হয়, ঠিক তখনই প্রিয়ার আগমন ঘটে—যা একটি সুখী পরিবার ভাঙার জন্য যথেষ্ট ছিল।”
তিনি অভিযোগ করেন, সদ্য সন্তান জন্ম দেওয়া এক নারীর সংসারে অন্য এক নারীর প্রবেশ নৈতিকতার পরিপন্থী। “এটা খারাপ রুচির পরিচায়ক, আর প্রিয়া সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন,” যোগ করেন মন্দিরা।
মন্দিরা জানান, তাদের বাবা জীবিত অবস্থায়ও সঞ্জয়ের সঙ্গে প্রিয়ার সম্পর্ক মেনে নেননি। “বাবা বলেছিলেন, সঞ্জয় যেন কোনো দিন প্রিয়াকে বিয়ে না করে। তিনি এমনকি বলেছিলেন, প্রিয়ার মুখও তিনি দেখতে চান না, তাদের কোনো সন্তানও চান না,” বলেন তিনি।
বাবার আপত্তির কারণেই মন্দিরা ও তার আরেক বোন ২০১৭ সালে সঞ্জয়-প্রিয়ার বিয়েতে যোগ দেননি। কারিশমার কঠিন সময়ে পাশে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেন মন্দিরা।
উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা কাপুর। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১৭ সালে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে। চলতি বছরের জুনে মারা যান সঞ্জয় কাপুর।