গোপনে বাগদান সারলেন দুই তারকা, শিগগিরই করবেন বিয়ে
বিজয় রাশমিকা, ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা গোপনে আংটিবদল করেছেন। জানা গেছে, বিয়েতে তাড়াহুড়া না করে আপাতত বাগদান সেরে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চান তারা।
রাশমিকার এটি দ্বিতীয় বাগদান। ২০১৭ সালের জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার প্রথম বাগদান হয়েছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সেটি ভেঙে যায়। এরই মধ্যে ‘গীত গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেড’ (২০১৯) সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। দীর্ঘ আট বছর প্রেমের পর অবশেষে গোপনে বাগদান সারলেন এই তারকা জুটি। জানা গেছে, বিজয়ের হায়দরাবাদের বাড়িতে ঘরোয়া আয়োজনে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের আংটিবদল সম্পন্ন হয়েছে।
শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে, ভালোবাসার মাসেই, সাতপাকে বাঁধা পড়বেন তারা। তবে এখনই প্রকাশ্যে কিছু জানাতে চান না বিজয়-রাশমিকা। ধারণা করা হচ্ছে, অতীত অভিজ্ঞতার কারণে তারা এবার একটু বেশি সতর্ক।
বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে গেছে দুই তারকার জীবন।