Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যে ক্ষুব্ধ মেহজাবীন

সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যে ক্ষুব্ধ মেহজাবীন

মেহেজাবীন চৌধুরী, ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এসেছেন এই তারকা।

নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মেহজাবীন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—

“কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।”

Advertisement

পোস্টের শেষ দিকে তিনি প্রশ্ন তোলেন— “এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?”

এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইক নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন মেহজাবীন। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি।

যদিও মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবু তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানাচ্ছেন। পোস্টটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

বলা যায়, মেহজাবীন আবারও প্রমাণ করলেন— তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেরও এক দৃঢ় কণ্ঠস্বর।

Advertisement

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×