Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সালমান খান

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সালমান খান

ঐশ্বরিয়া ও সালমান খান, ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড সুপারস্টার সালমান খান এবারই প্রথম খোলাখুলি জানালেন নিজের অতীত প্রেমের সম্পর্ক নিয়ে। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ এবার নিজ মুখে বললেন তিনি।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশোতে উপস্থিত হয়ে সালমান জানান, সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সাফল্যের পার্থক্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তার ভাষায়, “যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের চেয়ে দ্রুত সাফল্য পায়, তখন সমস্যা শুরু হয়। তখন একজন অনিরাপত্তায় ভোগে।”

তিনি আরও বলেন, “সম্পর্ক টিকে থাকতে হলে দুজনেরই সমানভাবে এগোতে হবে। কেউ যেন অন্যজনের ঘাড়ে নিশ্বাস ফেলছে—এমন অনুভূতি তৈরি হওয়া উচিত নয়।”

Advertisement

বলিউডে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, খারাপ ব্যবহারের কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙেছিল। তবে সালমানের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, আসল কারণ হতে পারে ক্যারিয়ারের উচ্চতা ও পারস্পরিক অনিরাপত্তা।

উল্লেখ্য, একাধিক প্রেমের সম্পর্কের মধ্য দিয়েও সালমানের জীবনে এখনও কোনো সম্পর্ক স্থায়ী হয়নি। সংগীতা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় প্রায় চূড়ান্ত হয়েছিল। এমনকি কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×