Site Logo | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

অষ্টমীতে ভিন্নরূপে মিমি চক্রবর্তী

অষ্টমীতে ভিন্নরূপে মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী, ছবি: সংগৃহীত

Advertisement

পূজার মৌসুমে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী দর্শকদের বুকে ঝড় তুলেছেন। পঞ্চমী থেকে বড়পর্দায় চলছে তাঁর নতুন ছবি ‘রক্তবীজ ২’, যেখানে সমুদ্রপাড়ে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র চরিত্রে তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্য আঙ্গিকে।

‘আমার চোখের নীলে, সেই তুমি ডুব দিলে’— গানের দৃশ্যে নীল বিকিনিতে মিমির অমোঘ আকর্ষণ দর্শক এড়াতে পারেননি। তবে রূপালি পর্দার সেই মিমি আর বাস্তব জীবনের মিমির মধ্যে যেন আকাশ–পাতাল ফারাক।

বাস্তবে তিনি সংযত, ঈশ্বরভক্ত। অষ্টমীতে তাঁকে দেখা গিয়েছে চওড়া লালপাড়ের হলুদ কাঞ্চিভরম সিল্কে, খোঁপা বাঁধা চুলে, মানানসই সোনার গহনায়। পূজামণ্ডপে এসে শুধু উপস্থিতিই নয়, কোমরে আঁচল গুঁজে নিজেই নেমে পড়েছেন জোগাড়ে। কখনো পূজার থালা গোছাচ্ছেন, কখনো দেবীকে উৎসর্গ করা আয়োজন শুদ্ধ করছেন গঙ্গাজল ছড়িয়ে।

Advertisement

অভিনেত্রীর আপ্তসহায়ক রুদ্রদীপ জানিয়েছেন, পূজার দিনগুলোতে মিমি বাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন। কাছের বন্ধু— পোশাকপরিকল্পক অভিষেক রায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজনের সঙ্গে আড্ডা দেন তিনি। সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকেন বলে এই সময়টা পরিবারকেও বেশি করে দেন মিমি।

‘রক্তবীজ ২’ প্রসঙ্গে রুদ্রদীপ বলেন, “দিদি আর প্রচারে বেরোচ্ছেন না। নিজের সামাজিক মাধ্যমেই ছবির প্রচার সারছেন।”


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×