Site Logo | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

'মহাভারত’ সিনেমার শেষে বলিউডকে বিদায় বলবেন আমির খান!

'মহাভারত’ সিনেমার শেষে বলিউডকে বিদায় বলবেন আমির খান!

আমির খান, ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি তার দীর্ঘ প্রতীক্ষিত মহাভারত সিনেমা প্রজেক্টের নতুন আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি প্রায় ২৫-৩০ বছর ধরে এই সিনেমার পরিকল্পনা করছেন এবং এর প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে। এই প্রজেক্টকে তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করেন।

ভক্তের প্রশ্নের জবাবে থ্রি ইডিয়টস সিনেমায় তাক লাগানো  এই অভিনেতা বলেন, যদি সবকিছু ঠিকভাবে এগোয়, তবে তিনি এ বছরেই সিনেমার কাজ শুরু করতে চান। তিনি আরও বলেছেন, “মহাভারত কোনো সিনেমা নয়, এটি এক যজ্ঞ, তাই এজন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, সিনেমাটি একাধিক পর্বে তৈরি করা হবে এবং বিভিন্ন পরিচালক দ্বারা পরিচালিত হবে। তিনি আরও বলেন যে, এই প্রজেক্ট শেষ করার পর হয়তো তিনি সিনেমা থেকে অবসরে যাবেন তিনি। 

Advertisement

আমির খানের এই প্যাশন প্রজেক্ট নিয়ে ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন। ভক্তদের বহুল কাঙ্খিত মহাভারত সম্পর্কে  আমির বলেন, মহাভারত কেবল একটি চলচ্চিত্র নয়, বরং এটি একটি সাংস্কৃতিক যজ্ঞ, যা তৈরি করতে সময় ও পরিশ্রম উভয়ই প্রয়োজন। 


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×