ব্রেকিং নিউজ

প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই

প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই
Advertisement

ফরিদপুরে দিনের আলোতে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। ছিনতাইয়ের পুরো ঘটনাটি পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সোমবার ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসদরের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী।

Advertisement

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা স্বামী বিষু দাসের মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই যুবক পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন ওই নারী। এ সময় একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। দুজনই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনে থাকা (চালক) যুবক পিস্তলসদৃশ বস্তু বের করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিই। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসে। তাদের আমি চিনিও না। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই কানের দুল খুলে দিয়ে দিয়েছি।

গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাব। আমাদের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমাদের দাবি, এদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

Advertisement

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।



Advertisement
Advertisement
Advertisement
Loading...
×