ব্রেকিং নিউজ

ছাগলকাণ্ডে আলোচিত সে মতিউর ও তার স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ

ছাগলকাণ্ডে আলোচিত সে মতিউর ও তার স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ

মতিউর ও তার স্ত্রী, ছবি: সংগৃহীত

Advertisement

ছাগলকাণ্ডের আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাদের কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “মতিউর রহমান ও লায়লা কানিজ মামলার এজাহারভুক্ত আসামি। এক দিনের রিমান্ড শেষে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে নতুন করে রিমান্ড আবেদন করতে পারেন।”

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ১৩ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×