Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

যে কারনে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

যে কারনে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

সিলেটের ডিসি সারওয়ার আলম, ছবি: সংগৃহীত

Advertisement

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এই শোকজ আদেশ দেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি ডিসি সারওয়ার আলমের হাতে পৌঁছায় বলে জানা গেছে।

Advertisement

তবে এ বিষয়ে তিনি বলেন, "শোকজের কথা শুনেছি, কিন্তু এখনও কোনো আদেশের কপি হাতে পাইনি।"

অন্যদিকে, স্কুলের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে আদালতের এ নির্দেশের বিষয়টি তারা জানতে পারেন।

শোকজে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন কোনো নিয়োগপত্র বা পদোন্নতি ছাড়াই নিজ উদ্যোগে ভাইস প্রিন্সিপাল ইন-চার্জের দায়িত্ব গ্রহণ করেন। এরপর অন্য শিক্ষকদের দিয়ে অভিনন্দন জানাতে বাধ্য করেন এবং ওয়েবসাইটে পদবি হালনাগাদ ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও রেগুলেশনের পরিপন্থি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়। এর পরপরই দুই শিক্ষক নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×