সাগর-রুনি হত্যার তদন্তে আদালতের অসন্তোষ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি, ছবি: সংগৃহীত
ঢাকার আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যার তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। আদালত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত প্রতিবেদন দাখিল ১২১ বার পিছিয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানিতে তদন্ত কর্মকর্তা ও পিবিআই'র অতিরিক্ত এসপি মো. আজিজুলকে বলেন, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, কিন্তু মিক্সড ডিএনএ সনাক্ত করা সম্ভব হয়নি। আদালত জানিয়েছেন, “তদন্তে অগ্রগতি সন্তোষজনক নয়, আপ্রাণ চেষ্টা করতে হবে।”
মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুন), আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। তানভীর ও পলাশ জামিনে, বাকিরা কারাগারে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিহত হন। মামলার তদন্ত শুরু হয় ডিবি, পরে র্যাব এবং হাইকোর্টের নির্দেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স দ্বারা পরিচালিত হচ্ছে।