ব্রেকিং নিউজ

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা, ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি এ দাবি করেন।

আবিদ বলেন, ভোটার শনাক্তে ব্যবহৃত মারকার পেন অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কি না, তা নিয়ে সংশয় আছে ছাত্রদলের। নির্বাচনের ব্যালটপেপার কোন প্রেসে ছাপা হয়েছে তাও প্রকাশ করা হয়নি। এসব বিষয়ে অভিযোগ স্পষ্ট হলেও তা আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। চাইলে ছাত্রদল এ নিয়ে বড় আন্দোলন করতে পারতো। তবে পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়ায় এগোচ্ছে ছাত্রদল।” নির্বাচনের দিন ব্যক্তিগতভাবে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি করেন আবিদ।

Advertisement

আবিদ অভিযোগ করেন, লিখিতভাবে অনিয়মের বিষয়টি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা উপেক্ষা করছে। নির্বাচন শেষে চারদিন পর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পোলিং এজেন্ট বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল এবং যথাসময়ে আইডি কার্ড দেওয়া হয়নি। এমনকি এজেন্টদের অনুপস্থিতিতেও ভোটগ্রহণ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×