ডাকসু নেতার ক্যান্টিনে জরিমানা করার অধিকার নেই: হামিম
শেখ তানিভীর বারী হামিম, ছবি: সংগৃহীত
Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ক্যান্টিনে খাবারের মান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরার বিষয় নিয়ে নবনির্বাচিত হল সংসদ ভিপি আজিজুল হকের তোপের মুখে পড়েছেন ক্যাফেটেরিয়া ম্যানেজার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে জরিমানা করার খবরও ছড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, “হল ক্যান্টিনে জরিমানা করার অধিকার ডাকসুর ভিপি, জিএস বা প্রেসিডেন্টেরও নেই। আমাদের কাজ হলো সমস্যা চিহ্নিত করে হল প্রশাসনের কাছে জানানো এবং একত্রে সমাধান করা।”
হামিম আরও বলেন, “প্রতিবাদ স্বাগত, তবে ভাষা শালীন হওয়া উচিত। যে জরিমানা হয়েছে, তা এখতিয়ারবহির্ভূত এবং সঠিক নয়।”
Advertisement
Advertisement