| ৭ আগস্ট ২০২৫
শিরোনাম:

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১৮(১)(এ) ধারা অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৩তম সভার সুপারিশক্রমে, ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে ৪ আগস্ট ২০২৫ থেকে আগামী তিন বছরের জন্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগে অধ্যাপনা করছেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পএের মাধ্যমে এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ বলেন, পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক অবদান রাখতে পারব। শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সর্বাত্মক চেষ্টা করব এবং এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

এ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ একজন মেধাবী, অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষক। তাঁর একাডেমিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা রিজেন্ট বোর্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আশা করি, তাঁর যোগদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

পবিপ্রবি পরিবার নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।

নরেন্দ্র মোদির কড়া প্রতিক্রিয়া: “কৃষকের স্বার্থে কোনো আপস নয়, চরম মূল্য দিলেও”

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর কড়া সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, “দেশের কৃষক, দুগ্ধ খাত ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় আমরা কোনো আপস করবো না, প্রয়োজন হলে চরম মূল্যও দিতে প্রস্তুত আছি।”

 

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত এবং ভারতের উদ্বেগঃ

এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগের ২৫ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে মোট ৫০ শতাংশে পৌঁছাবে। এটি আমদানি শুল্কের দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত অন্যতম সর্বোচ্চ হার।

 

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে “ভারতের রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ ব্যবস্থা” বলেই দাবি করেছে হোয়াইট হাউজ। এই শুল্ক কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।

 

মোদির বার্তা: জাতীয় স্বার্থে অটল থাকা হবে

প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের কৃষকদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই বিদেশি চাপের কাছে মাথানত করবে না। আমরা নিজেদের স্বার্থে যা কিছু করা দরকার, তাই করবো। যদিও তিনি সরাসরি ট্রাম্প বা ব্যর্থ বাণিজ্য আলোচনা নিয়ে মন্তব্য করেননি, তবে তার বার্তা ছিল স্পষ্ট—ভারত আত্মমর্যাদার প্রশ্নে আপস করবে না।

 

কূটনৈতিক অচলাবস্থা ও সম্ভাব্য মিত্র পরিবর্তনঃ

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা বাণিজ্য আলোচনা ইতিমধ্যেই ভেস্তে গেছে। মূল বাধা ছিল ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়া থেকে তেল আমদানি ইস্যু। এই পরিস্থিতিতে ভারত এখন বিকল্প কৌশলগত অংশীদারিত্বের দিকেও তাকাতে শুরু করেছে।

 

মোদি আগামী মাসে চীন সফরে যাবেন, যা সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর। এই সফরকে বিশ্লেষকরা সম্ভাব্য মিত্রতান্ত্রিক পুনর্গঠনের ইঙ্গিত হিসেবেই দেখছেন।

 

আন্তর্জাতিক প্রতিক্রিয়াঃ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইতিমধ্যে জানিয়েছেন, তিনি এই শুল্ক মোকাবিলায় বিকাশমান অর্থনীতির জোট ‘ব্রিকস’-এর সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করবেন। তিনি মোদিকে ফোন করে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন।

 

ভারতের অবস্থানঃ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক বৃদ্ধিকে “চরম দুর্ভাগ্যজনক” বলে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে, “জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে ভারত।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দাম্মু রবি বলেন, “এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিকতা নেই। এটি সাময়িক সমস্যা, আমরা নিশ্চিত যে বিশ্ব এর সমাধান খুঁজে পাবে।”

শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতার হাজতবাস, দুই পুলিশ সদস্য ক্লোজড

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই পুলিশের দুই সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

বিষয়টি ঘটে ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে ঘিরে। গত সোমবার, মামলার হাজিরার জন্য কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এসময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। সন্তানকে এক নজর কোলে নিতে জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান। উপস্থিত পুলিশ সদস্যরা আবেগে সাড়া দিয়ে তাকে কোলে নিতে দেন তার শিশুকে।

 

এই মুহূর্তটির একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে দায়িত্বে থাকা এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

 

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি মানবিক মুহূর্ত হলেও, বিধিবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।

 

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে জাকির হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দেয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহার: আটক ৩০৬ বাংলাদেশি

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

মালয়েশিয়ায় আবারও বড়সড় অভিযানে ধরা পড়ল পারমিট জালিয়াতি ও অপব্যবহারের চিত্র। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সমন্বিত এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে, যার মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি জানান, অভিযানে পারমিট সেক্টরের অপব্যবহার, অনুমোদনহীন স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো একাধিক অপরাধ ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, অনেক শ্রমিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা সেক্টরের পারমিট থাকলেও তারা কারখানায় কাজ করছিলেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) অংশ নেয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

অভিযানের সময় আটক এক বাংলাদেশি জানান, তিনি ২০২৩ সালে মালয়েশিয়ায় এসেছেন একজন এজেন্টের মাধ্যমে। এজন্য তাকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ) দিতে হয়েছে।

দাতুক জাকারিয়া সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় কেউ পারমিটের অপব্যবহার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×