সঠিক ব্যবসা নিরাপদ প্রতারণায় কারখানা বন্ধ: সাখাওয়াত হোসেন

সাখাওয়াত হোসেন : ছবি-সংগৃহীত
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা সঠিক নিয়মে ব্যবসা পরিচালনা করছেন, তাদের কারখানা বন্ধ হয়নি। তবে যেসব মালিক প্রতারণার মাধ্যমে ব্যবসা করেছেন, তাদের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় রাজধানীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে অনেক মালিকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। “বেতন বাকি রাখা মালিকদের বাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে,” বলেন তিনি।
ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে ড. সাখাওয়াত বলেন, “এখন পর্যন্ত প্রকৃত কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচন হয়নি। শুধু নামমাত্র পরিবর্তন হয়েছে। নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হলে শ্রমিকদের সমস্যা দূরীকরণে তাদের সঙ্গে আলোচনা করা হবে।”