জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

ডা. শফিকুর রহমান : ছবি-সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অপারেশন শুরু হয়, যা প্রায় পাঁচ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই বাইপাস সার্জারি পরিচালনা করেন।
এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ডিহাইড্রেশনের সম্ভাবনার কথা বলেন। দুই দিন বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কিন্তু অবস্থার অবনতি হলে গত বুধবার ফের হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষায় হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে।
বর্তমানে তিনি সার্জারি পরবর্তী পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।