সরকারি বাসা বরাদ্দের ১০ দিনের মধ্যে দখল নিতে নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ পাওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে দখল নিতে হবে—এমন নির্দেশনা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠি সম্প্রতি দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকায় কর্মরত বিভিন্ন ক্যাটাগরির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহায়ণ মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসাগুলো নির্দিষ্ট শর্তসাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বরাদ্দপত্র অনুযায়ী, কোনো বাসা খালি হলে তা ১০ দিনের মধ্যে দখলে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে, বেশ কয়েকজন বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের মধ্যেও বাসা দখলে নিচ্ছেন না। এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সেই বাসা অন্য কারও বরাদ্দ দেওয়া যাচ্ছে না।
গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে,
“বরাদ্দের ১০ দিনের মধ্যে বাসার দখল নিতে হবে। কেউ বাসা নিতে ইচ্ছুক না হলে তা দ্রুত লিখিতভাবে আবাসন পরিদপ্তরকে জানাতে হবে।”
এ পদক্ষেপের মাধ্যমে সরকারি বাসাগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।