সুন্দরবন স্কয়ার মার্কেটে আ’গু’ন কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

ঢাকার গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পাঁচ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে মার্কেটের বিভিন্ন দোকানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয়রা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং আশপাশের এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।