জুলাই সনদের বাস্তবায়ন দাবিতে শাহবাগ অবরুদ্ধ

জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও স্থায়ী বিধানে অন্তর্ভুক্তির দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যরাও এ কর্মসূচিতে অংশ নেন।
বেলা ১১টার দিকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে যান চলাচলে সৃষ্টি হয় তীব্র ভোগান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি অবিচার হচ্ছে বলেও অভিযোগ তাদের।
জুলাই যোদ্ধারা স্পষ্ট ভাষায় বলেন, “জুলাই সনদ কোনো আবদার নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তারা আরও জানান, দাবি পূরণ না হলে শাহবাগে স্থায়ী মঞ্চ গড়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন।
আন্দোলন শান্তিপূর্ণ হলেও, এর প্রভাব রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও বেড়েছে।