রাজউক প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রে’ফ’তারি পরোয়ানা

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। এ দিয়ে এসব দুর্নীতি মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতির পটভূমি
গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচলের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পৃথক ৬টি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের নামে অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হয়, যা রাজউকের নীতিমালার পরিপন্থী।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে
এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে—
শেখ রেহানা (বোন)
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে)
- রাদওয়ান মুজিব সিদ্দিক (ছেলে)
- আজমিনা সিদ্দিক (মেয়ে)
- সজীব ওয়াজেদ জয় (ছেলে)
- সায়মা ওয়াজেদ পুতুল (মেয়ে)
- সহ আরও ২১ জনকে।
আদালতের আগের নির্দেশনা এর আগে, ১ জুলাই আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। কিন্তু তারা কেউই আদালতে হাজির হননি। ফলে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুদক ইতোমধ্যে সব মামলায় অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে এবং আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে।