স্বামীর পরকীয়া ফাঁস করে মানহানি মা’ম’লার মুখে অভিনেত্রী রিয়া

রিয়া গঙ্গোপাধ্যায় : ছবি-সংগৃহীত
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের টানাপড়েন নতুন মোড় নিয়েছে। স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য কলহ ও পরকীয়ার অভিযোগ প্রকাশ্যে এনে নিজেই মানহানি মামলায় জড়িয়েছেন তিনি।
সম্প্রতি রিয়া ফেসবুক লাইভে এসে জানান, কয়েকদিন আগে তিনি নিজের স্বামীকে এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরেন। সেই নারীও বিবাহিত বলে দাবি করেছেন রিয়া, এবং তিনি তার পরিচয়ও প্রকাশ্যে এনেছেন।
এই ঘটনার পরপরই মানহানির মামলা হয় রিয়ার বিরুদ্ধে। শুধু স্বামীই নয়, পরকীয়ায় জড়িত সেই নারীও রিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।
রিয়া বলেন, “তিন বছর ধরে অনেক কিছু সহ্য করেছি সন্তানের মুখ চেয়ে। কিন্তু এখন আর পিছপা হব না। এই লড়াই শেষ অবধি চালিয়ে যাব।” তিনি আরও দাবি করেন, সেই নারী তার স্বামীর সঙ্গে টাকার লোভে সম্পর্কে জড়িয়েছেন।
রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, স্বামীর বিরুদ্ধে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এমনকি সেই নারীর স্বামীর সঙ্গেও তার ফোনালাপের অডিও লাইভে শুনিয়েছেন, যেখানে ওই ব্যক্তি জানান, সব জানলেও স্ত্রীর ভয়ে চুপ ছিলেন এতদিন।
অভিনেত্রী জানান, বিচ্ছেদের সময় তিনি কোনও ভরণপোষণ দাবি করেননি। নিজের উপার্জনের টাকায় সন্তানদের বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে হঠাৎ শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর পরকীয়ার প্রমাণ পাওয়ার পর মুখ বন্ধ রাখেননি তিনি।
রিয়া আরও জানান, “প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করেও আমি এই লড়াই চালিয়ে যাব। সত্যের জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই আমার।”
টলিউডের পাশাপাশি বাংলাদেশের একটি সিনেমাতেও অভিনয় করেছেন রিয়া গঙ্গোপাধ্যায়। তবে চলমান আইনি জটিলতার কারণে এখন অভিনয় জীবনেও স্থবিরতা নেমে এসেছে তার।
ভালোবাসার মানুষের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। সর্বশান্ত হলেও এবার সত্যের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়।