| ৩০ জুলাই ২০২৫
শিরোনাম:

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

মাঠে দাপট দেখানো শুরু থেকেই ছিল কলম্বিয়ার পক্ষেই—বল দখল, আক্রমণ কিংবা শটের দিক দিয়ে এগিয়ে থেকেও মূল সময়ে গোলের দেখা পায়নি তারা। ইকুয়েডরের কুইটো শহরে সোমবার (২৯ জুলাই) রাতে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারেই মিলেছে ম্যাচের মীমাংসা।

নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া নারী ফুটবল দল। এর ফলে তারা শুধু ফাইনালেই ওঠেনি, নিশ্চিত করেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও।

টাইব্রেকারে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাইপে অসাধারণ নৈপুণ্য দেখান। আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। যদিও পরেই কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট পোস্টে লেগে ফিরে আসে, তবে বাকিরা ছিলেন নির্ভুল।

সর্বশেষ শটে ওয়েন্ডি বোনল্লিয়া জালের ঠিকানা খুঁজে নেন। আর এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে কলম্বিয়ান শিবিরে শুরু হয় উল্লাস। এই জয়ে ফাইনাল ও অলিম্পিক—দুই মঞ্চেই নিজেদের নাম লিখিয়েছে দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী দলটি।

ম্যাচ শেষে তাইপে বলেন, “এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দল হিসেবে আমরা যা চেয়েছি, সেটাই পেয়েছি। এবার লক্ষ্য ট্রফি জেতা।”

উল্লেখ্য, আগের আসরেও ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তবে সেখানে ব্রাজিলের কাছে হেরে হতাশ হতে হয়েছিল। এবার তারা চতুর্থবারের মতো ফাইনালে উঠে ট্রফির স্বাদ নিতে চায়।

দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও চমক দেখানো উরুগুয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ আগস্ট, ইকুয়েডরের কুইটো শহরে।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। ডিসেম্বর ২০২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রথমে ইউটিউব এই নিষেধাজ্ঞার বাইরে থাকলেও সরকার এখন সেটাকেও অন্তর্ভুক্ত করছে। ফলে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও স্ন্যাপচ্যাটের মতো ইউটিউবেও ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে পারবে না, ভিডিও আপলোড বা কমেন্ট করতে পারবে না।

অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, ১০-১৫ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্ট ইউটিউবেই দেখা যায়। তাই সেটিকে নিষেধাজ্ঞার আওতায় আনা জরুরি।

প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, “সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের ক্ষতি করছে। এই নিষেধাজ্ঞা বড় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।”

তবে ইউটিউবের মালিক গুগল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, ইউটিউব সোশ্যাল মিডিয়া নয় বরং শিক্ষামূলক প্ল্যাটফর্ম।

অস্ট্রেলিয়ার ফেডারেল কমিউনিকেশনস মন্ত্রী আনিকা ওয়েলস বলেন, “এই লড়াই শিশুদের নিরাপত্তার জন্য। শিকারি অ্যালগরিদম যেন শিশুদের ক্ষতি না করতে পারে, সেটিই লক্ষ্য।”

কোন অ্যাপ নিষেধাজ্ঞার বাইরে:
অনলাইন গেমিং, মেসেজিং, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক অ্যাপগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কারণ এগুলোর দ্বারা শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে না বলে মনে করছে সরকার।

জরিমানার বিধান:
যেসব প্রযুক্তি কোম্পানি বয়সসীমা লঙ্ঘন করবে, তাদের ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এই নীতিমালাকে বিশ্বের বিভিন্ন দেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে নরওয়ে অনুরূপ নিষেধাজ্ঞা দিয়েছে এবং যুক্তরাজ্যও বিবেচনায় রেখেছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রি’মা’ন্ডে

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এদিন সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক প্রধান বিচারপতিকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে খায়রুল হক যে রায় দেন, তাতে বলা হয়—আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আওতায় নির্বাচন হতে পারে, তবে কোনো বিচারপতিকে সেই সরকারে নিয়োগ দেওয়া যাবে না।
অভিযোগে বলা হয়, তিনি দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলক উদ্দেশ্যে পূর্ণাঙ্গ রায়ে সম্মত হয়ে স্বাক্ষর করেছেন এবং এ মাধ্যমে সংবিধান সংশোধনী রায়ের সাথে প্রতারণা করেছেন। এ কারণে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ বলছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী রায় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এর আগে, গত ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ডিবি। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখযোগ্য যে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়ার রায়ই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথ খুলে দেয়, যা রাজনৈতিকভাবে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এই রায়ের বৈধতা নিয়ে শুরু থেকেই নানা মহলে প্রশ্ন ছিল।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অগ্রগতি: শুল্ক কমানোর ইঙ্গিত প্রথম দিনেই

টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক বার্তা পেয়েছে ঢাকা—এমনটি জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সোমবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা শুল্ক কমানোর বিষয়ে ভালো বার্তা পেয়েছি। শুল্ক উল্লেখযোগ্য হারে কমবে বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের দফতর থেকে ধারণা পেয়েছি। তবে কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলের অন্য সদস্যরা হলেন:

  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান,

  • বাণিজ্য সচিব মাহবুবুর রহমান,

  • বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই আলোচনায়।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ, যিনি বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব করেন। আলোচনার সার্বিক সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

উল্লেখযোগ্য অগ্রগতি হলো—বহুদিন ধরে উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কিছু প্রধান রপ্তানি পণ্যের প্রতিযোগিতা হ্রাস পাচ্ছিল। শুল্ক কমানোর সম্ভাবনা বাস্তবায়িত হলে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ও লেদার প্রোডাক্টসহ বিভিন্ন পণ্যে নতুন বাজার সম্ভাবনা তৈরি হবে।

×