টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

মাঠে দাপট দেখানো শুরু থেকেই ছিল কলম্বিয়ার পক্ষেই—বল দখল, আক্রমণ কিংবা শটের দিক দিয়ে এগিয়ে থেকেও মূল সময়ে গোলের দেখা পায়নি তারা। ইকুয়েডরের কুইটো শহরে সোমবার (২৯ জুলাই) রাতে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারেই মিলেছে ম্যাচের মীমাংসা।
নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া নারী ফুটবল দল। এর ফলে তারা শুধু ফাইনালেই ওঠেনি, নিশ্চিত করেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও।
টাইব্রেকারে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাইপে অসাধারণ নৈপুণ্য দেখান। আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। যদিও পরেই কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট পোস্টে লেগে ফিরে আসে, তবে বাকিরা ছিলেন নির্ভুল।
সর্বশেষ শটে ওয়েন্ডি বোনল্লিয়া জালের ঠিকানা খুঁজে নেন। আর এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে কলম্বিয়ান শিবিরে শুরু হয় উল্লাস। এই জয়ে ফাইনাল ও অলিম্পিক—দুই মঞ্চেই নিজেদের নাম লিখিয়েছে দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী দলটি।
ম্যাচ শেষে তাইপে বলেন, “এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দল হিসেবে আমরা যা চেয়েছি, সেটাই পেয়েছি। এবার লক্ষ্য ট্রফি জেতা।”
উল্লেখ্য, আগের আসরেও ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তবে সেখানে ব্রাজিলের কাছে হেরে হতাশ হতে হয়েছিল। এবার তারা চতুর্থবারের মতো ফাইনালে উঠে ট্রফির স্বাদ নিতে চায়।
দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও চমক দেখানো উরুগুয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ আগস্ট, ইকুয়েডরের কুইটো শহরে।