| ২৯ জুলাই ২০২৫
শিরোনাম:

আওয়ামী লীগ-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি তুললো গণঅধিকার পরিষদ

আওয়ামী লীগ-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি তুললো গণঅধিকার পরিষদ

আওয়ামী লীগ এবং এর মিত্র দলগুলো যেন আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে—সেই দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসব কথা বলেন। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে প্রথমবারের মতো দলের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা দেন।

রাশেদ খান জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় ছিল ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। এতে দলের উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

তিনি বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচন দেশের জন্য লজ্জাজনক ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

রাশেদ অভিযোগ করেন, “আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তারা জাতীয় পার্টির ছায়ায় ফিরে আসতে পারে। এজন্য ওইসব দলের নিবন্ধন স্থগিত না করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে।”

তিনি আরও জানান, তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছেন। তবে সিইসি জানিয়ে দিয়েছেন, সরকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ না করলে ইসির পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন একা নির্বাচন করতে পারে না। সকল রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব। ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমাদের জন্য কাজ করা সহজ হবে।”

ডিবি অফিসে ৬ সমন্বয়কের বাইরেও গু’ম ছিলেন আরো দুজন

আওয়ামী লীগ-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি তুললো গণঅধিকার পরিষদ

জুলাই-আগস্টে রাজধানীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থান দাবির আন্দোলনের সময় ডিবি পুলিশের হাতে গুম হওয়া নেতা ছিল ছয়জন নয়, বরং মোট আটজন—এমন বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,

“ডিবি অফিসে ছয়জন মূল সমন্বয়কের বাইরেও আরো দুজন সমন্বয়ক গুম হয়েছিলেন। একজন আরিফ সোহেল, আরেকজন আল মাসনুন।”

জাহিদ আহসান জানান, ২৯ জুলাই রাতে মিরপুরের নিজ বাসা থেকে মাসনুনকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বাবা না থাকায়, বাবার মতো বড় ভাই হন্য হয়ে খুঁজেছেন মাসনুনকে। কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি।

তিনি আরও বলেন,

“মাসনুন ছিলেন মিরপুর এলাকার আন্দোলনের অন্যতম সংগঠক। ২০২১-২২ সাল থেকেই তার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।”

ছাত্রনেতার দাবি, অনেকেই বলছেন,

“‘অভ্যুত্থানে মাসনুন কই ছিল?’ উত্তর: মাসনুন ছিলেন ডিবি অফিসে।”

উল্লেখ্য, এই তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের হাতে প্রথম সারির ছয় নেতা ছাড়াও গুম অবস্থায় ছিলেন আরিফ সোহেল ও আল মাসনুন। এর আগে জানা গিয়েছিল, সাত দিন ধরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় শীর্ষ সমন্বয়ক—নাহিদ ইসলাম, সারজিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে।

জাহিদ আহসানের পোস্টটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। এই ঘটনার বিষয়ে এখনো ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে নিয়োগে উদ্যোগ

আওয়ামী লীগ-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি তুললো গণঅধিকার পরিষদ

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার ১০৬টি প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য, বাকি পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

“দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৩১ হাজার ৩৯৬ জন প্রধান শিক্ষক কর্মরত, ফলে মোট শূন্য পদ রয়েছে ৩৪,১০৬টি। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২,৬৪৭টি, যার ১০% সংরক্ষণ রেখে বাকি ২,৩৮২টি পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)-কে চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এ ছাড়া, ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে, যেগুলোর মধ্যে রয়েছে জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তির পর নিয়োগযোগ্যতা কার্যকর হবে।

🔎 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রয়েছে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫,৫০২টি।

বিজয় সেতুপতির বিরুদ্ধে মা’দ’ক ও কাস্টিং কাউচে জড়িত থাকার অভিযোগে

আওয়ামী লীগ-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি তুললো গণঅধিকার পরিষদ

বিজয় সেতুপতি : ছবি-সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি নতুন এক বিতর্কের মুখে পড়েছেন। ‘সুপার ডিলাক্স’, ‘৯৬’, ‘বিক্রম বেদা’ এবং ‘মহারাজা’র মতো প্রশংসিত সিনেমায় অনবদ্য অভিনয় করা এই তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রাম্যা মোহন নামের এক নারী, যেটি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাম্যা সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে দাবি করেন,

“বিজয় সেতুপতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক বিষাক্ত সংস্কৃতির অংশ। কাস্টিং কাউচ, মাদক, ম্যানিপুলেশন ও নারীদের শোষণ এখানে অজানা কিছু নয়।”

তিনি বলেন,
“এক মেয়েকে আমি চিনি, যিনি বর্তমানে মিডিয়ায় পরিচিত মুখ। তাকে সেতুপতি দু’টি ভিন্ন প্রজেক্টের জন্য অর্থের লোভ দেখিয়ে ব্যবহার করেছেন। মেয়েটি বর্তমানে রিহ্যাবে আছেন।”

রাম্যার দাবি অনুযায়ী,

“সেতুপতি ‘কারাভ্যান ফেভার’-এর জন্য তাকে ২ লাখ ও ‘ড্রাইভ’-এর জন্য ৫০ হাজার টাকা অফার করেছিলেন। এরপর দীর্ঘ সময় তাকে ব্যবহার করা হয়। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় সেতুপতি নিজেকে সাধু রূপে তুলে ধরেন।”

পোস্টটি ভাইরাল হওয়ার পর তিনি তা মুছে ফেলেন এবং জানান,

“বন্ধুর গোপনীয়তা রক্ষা করতেই পোস্টটি ডিলিট করেছি।”

এই ঘটনায় এখনো পর্যন্ত বিজয় সেতুপতি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। এ ছাড়া ভিকটিমের পরিচয় প্রকাশিত হয়নি কিংবা কোনো আইনি অভিযোগও করা হয়নি।

তবে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি বলেছিলেন,

“কাস্টিং কাউচ ঘৃণ্য একটি বিষয়, এটা দুর্নীতিপূর্ণ মানসিকতার ফল।”

বিজয় সেতুপতি, যিনি ভক্তদের কাছে ‘মাক্কাল সেলভান’ নামে পরিচিত, পেশাগতভাবে সফল একজন অভিনেতা। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী জেসি ও দুই সন্তানের জনক।

×