২৬ দিনে দেশে এসেছে ১.৯৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

২৬ দিনে দেশে এসেছে ১.৯৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার, যা চলতি বছরের তুলনায় প্রায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বেশি।
এর আগে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। ওই মাসে প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৪০ লাখ ডলার।
একক মাস হিসেবে গত মার্চে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স—৩২৯ কোটি ডলার। এরপর মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার এবং জুনে এসেছে ২৮২ কোটি ডলার, যা একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ২৩ দশমিক ৯১ বিলিয়নের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং সরকারের প্রণোদনার কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব