বৃক্ষমেলায় পৌনে ১৫ কোটি টাকার গাছ বিক্রি

বৃক্ষমেলায় পৌনে ১৫ কোটি টাকার গাছ বিক্রি
মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলায় এবার ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার মোট বিক্রয়মূল্য ১৪ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৪৭৪ টাকা। চলতি বছরের ২৫ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত চলে এ বৃক্ষমেলা। এবারের মেলা চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীতে জমজমাট পরিবেশে চলে চারা বেচাকেনা। মোট ১১২টি স্টল অংশ নেয় মেলায়। এর মধ্যে সরকারি স্টল ছিল ৮টি, বেসরকারি স্টল ৮টি, নার্সারির একক স্টল ৯২টি এবং ডাবল স্টল ১৮টি।
রোববার (২৭ জুলাই) জাতীয় বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
তিনি জানান, এবারের মেলায় চারা বিক্রির মধ্যে সবচেয়ে বেশি ছিল শোভাবর্ধনকারী গাছের চারা। মেলায় মোট ৪ লাখ ৫৪ হাজার ৫৭৪টি শোভাবর্ধনকারী চারা বিক্রি হয়।
এছাড়া ফলদ গাছ বিক্রি হয় ৩ লাখ ৩৭ হাজার ৬৪০টি, বনজ ২ লাখ ৪৮ হাজার ২৭৪টি, ঔষধি এক লাখ ১৪ হাজার ৫১৫টি, মসলাজাতীয় গাছ এক লাখ ৪৪৯টি, ক্যাকটাস এক লাখ ২ হাজার ৮৯টি, অর্কিড ৭৪ হাজার ৫৪১টি।
পাশাপাশি দেশীয় বিলুপ্তপ্রায় বা বিরল প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে ৩৭ হাজার ৩২১টি এবং অন্যান্য প্রজাতির ২ লাখ ২২ হাজার ২০টি চারা বিক্রি হয়েছে বলে জানান দীপংকর বর।