| ২৯ জুলাই ২০২৫
শিরোনাম:

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া ছাড়া কেউই হেদায়াত বা সঠিক পথ লাভ করতে পারে না। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে—আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তাই সঠিক পথে থাকার জন্য সর্বদা তাঁর কাছে দোয়া করা উচিত। নিচে হেদায়াত লাভের জন্য কোরআন ও হাদিসভিত্তিক ৬টি দোয়া উল্লেখ করা হলো:

এখানে আমরা কোরআন ও হাদিস থেকে হেদায়াত লাভ করার ৬টি দোয়া উল্লেখ করছি:

১.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকিম।

অর্থ: (হে আল্লাহ!) আমাদেরকে সঠিক পথ দেখান। (সুরা ফাতেহা: ৬)

২.

اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى وَالتُّقَى وَالعفَافَ والغنَى‎

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।

বিজ্ঞাপন

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, নির্মল চরিত্র ও অভাবহীনতা চাই। (সুনানে তিরমিজি)

৩.

اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي

বিজ্ঞাপন

উচ্চারণ: আল্লাহুম্মা আলহিমনি রুশদি, ওয়া আয়িজনি মিন শাররি নাফসি।

অর্থ: হে আল্লাহ! আমাকে হেদায়েত দান করুন এবং নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। (সুনানে তিরমিজি)

আরও পড়ুন: চোখে সুরমা ব্যবহার সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে

৪.

বিজ্ঞাপন

اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

উচ্চারণ: ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তয়াতিকা।

অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। (সহিহ মুসলিম)

বিজ্ঞাপন

৫.

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَ هَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ

উচ্চারণ: রাব্বানা লা তুযিগ কুলুবানা বা’দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব।

অর্থ: হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান: ৮)

৬.

اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ وَالْجِنُّ وَالْإِنْسُ يموتون

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা আস্‌লাম্‌তু ওয়া বিকা আমান্‌তু, ওয়া আলায়কা তাওয়াক্কালতু ওয়া ইলায়কা আনাবতু ওয়া বিকা খাসামতু আল্লহুম্মা ইন্নী আঊযু বিইয্যাতিকা লা ইলাহা ইল্লা আন্‌তা আন্ তুযিল্লানী। আন্‌তাল হাইয়্যুল্লাযী লা ইয়ামূতু ওয়াল জিন্‌নু ওয়াল ইন্‌সু ইয়ামূতূন।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করলাম, আপনার ওপর বিশ্বাস স্থাপন করলাম, ভরসা করলাম এবং আপনারই দিকে নিজেকে ফেরালাম এবং আপনারই সাহায্যে লড়াই করলাম। হে আল্লাহ! আমি পথভ্রষ্টতা থেকে আপনার মর্যাদার আশ্রয় গ্রহণ করছি। আপনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, আপনি মৃত্যুবরণ করবেন না, মৃত্যুবরণ করবে মানুষ ও জিন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

তিস্তা প্রকল্পে প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই নীতি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী চীন। তিনি স্পষ্ট করে বলেন, এই ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।

তিস্তা নদী পুনর্গঠন প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, “এই প্রকল্পে চীন সম্পূর্ণ প্রস্তুত, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা বাংলাদেশের।”

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়, তবে চীন এ ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার—দুই পক্ষের সাথেই সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে এবং চীন এ বিষয়ে আশাবাদী।

গাজায় ত্রাণ পাঠাবে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা দিয়েছেন, জার্মানি গাজায় মানবিক সহায়তা পাঠাবে এবং এতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে অংশ নেবে। প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম চালানো হবে।

মের্ৎস বলেন, “এটি গাজার মানুষের জন্য খুবই সামান্য হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান।”

এদিকে, স্পেনও গাজায় প্যারাশুটের মাধ্যমে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো জানান, জর্ডানের সঙ্গে সমন্বয়ে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হবে।

তিনি আরও বলেন, “এই প্যারাশুট ড্রপ সমুদ্রে এক ফোঁটা জলের মতো, কিন্তু এটা আমাদের মানবিক দায়িত্ব।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে স্পেন আহ্বান জানিয়েছে, যেন জাতিসংঘের এজেন্সিগুলোর মাধ্যমে স্থলপথে বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের স্থায়ী ব্যবস্থা করা হয়।

মানুষের কল্যাণে না এলে সংস্কারের মূল্য নেই: মির্জা ফখরুল

হেদায়াত লাভের জন্য ৬টি গুরুত্বপূর্ণ দোয়া

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত

সংস্কার যদি জনগণের উপকারে না আসে, তাহলে তার কোনো অর্থ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই উচ্চপদে গেছেন, মন্ত্রী হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। কিন্তু যারা জীবন দিয়েছেন, তাঁদের কেউ স্মরণ করে না। শহীদ পরিবার বা নিখোঁজদের জন্য সরকার কিছুই করেনি।”

ফখরুল আরও বলেন, “গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব কি না, জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে না দাঁড়ালে আমরাও দায়ী থাকব।”

তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদন জমা পড়লেও বাস্তব অগ্রগতি হয়নি।

×