| ২৯ জুলাই ২০২৫
শিরোনাম:

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

শহীদ ও আহতদের পরিবারের জন্য প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ নামক একটি গৃহায়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। বিভিন্ন উপাদানে প্রকৃত মূল্যের তুলনায় ৩ থেকে ৪৫ গুণ পর্যন্ত অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে, যা দুর্নীতির আশঙ্কা সৃষ্টি করেছে।

উদাহরণস্বরূপ, যেখানে একটি আরসিসি পিলারের প্রকৃত বাজারমূল্য ৯০০ টাকা, সেখানে প্রকল্পে সেটির মূল্য দেখানো হয়েছে ৪০ হাজার টাকা। ২৫ লাখ টাকার লিফটের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৯২ লাখ টাকা, ১২ লাখ টাকার সাবস্টেশনের খরচ দেখানো হয়েছে ৬৩ লাখ টাকা এবং ৯৫ হাজার টাকার পানির পাম্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

প্রকল্পের প্রতিটি স্তরে অস্বাভাবিক ব্যয়ের এমন ছড়াছড়িতে আজ একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে। ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পে ৮ শতাধিক ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত প্রকল্পের জন্য কোনো সুস্পষ্ট নীতিমালা, মাস্টারপ্ল্যান বা স্থাপত্য নকশা তৈরি করা হয়নি। গত ১৬ জুন পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “প্রতিটি প্রকল্প বাস্তবায়নে স্পষ্ট নির্দেশিকা, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ এবং উপকারভোগীদের তালিকা থাকা বাধ্যতামূলক, কিন্তু এখানে সেসবের অভাব রয়েছে।”

কর্তৃপক্ষের কেউ কেউ দাবি করেছেন, প্রকল্প দ্রুত বাস্তবায়নের চাপেই এ ভুলগুলো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে ব্যয়ের যৌক্তিকতা যাচাই না করেই কীভাবে এই ব্যয় অনুমোদিত হলো—সে বিষয়ে কেউই নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

তথ্যসূত্রে জানা গেছে, প্রকল্পের খসড়া প্রোফাইল (ডিপিপি) এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এটি দ্রুত চূড়ান্ত হতে পারে। আজ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে এই দুর্নীতির অভিযোগ ও প্রকল্পের নানা অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

তিস্তা প্রকল্পে প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই নীতি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী চীন। তিনি স্পষ্ট করে বলেন, এই ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।

তিস্তা নদী পুনর্গঠন প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, “এই প্রকল্পে চীন সম্পূর্ণ প্রস্তুত, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা বাংলাদেশের।”

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়, তবে চীন এ ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার—দুই পক্ষের সাথেই সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে এবং চীন এ বিষয়ে আশাবাদী।

গাজায় ত্রাণ পাঠাবে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা দিয়েছেন, জার্মানি গাজায় মানবিক সহায়তা পাঠাবে এবং এতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে অংশ নেবে। প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম চালানো হবে।

মের্ৎস বলেন, “এটি গাজার মানুষের জন্য খুবই সামান্য হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান।”

এদিকে, স্পেনও গাজায় প্যারাশুটের মাধ্যমে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো জানান, জর্ডানের সঙ্গে সমন্বয়ে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হবে।

তিনি আরও বলেন, “এই প্যারাশুট ড্রপ সমুদ্রে এক ফোঁটা জলের মতো, কিন্তু এটা আমাদের মানবিক দায়িত্ব।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে স্পেন আহ্বান জানিয়েছে, যেন জাতিসংঘের এজেন্সিগুলোর মাধ্যমে স্থলপথে বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের স্থায়ী ব্যবস্থা করা হয়।

মানুষের কল্যাণে না এলে সংস্কারের মূল্য নেই: মির্জা ফখরুল

শহীদদের জন্য গৃহায়ন প্রকল্পে ৪৫ গুণ ব্যয়ের অভিযোগ, উঠেছে অনিয়মের প্রশ্ন

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত

সংস্কার যদি জনগণের উপকারে না আসে, তাহলে তার কোনো অর্থ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই উচ্চপদে গেছেন, মন্ত্রী হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। কিন্তু যারা জীবন দিয়েছেন, তাঁদের কেউ স্মরণ করে না। শহীদ পরিবার বা নিখোঁজদের জন্য সরকার কিছুই করেনি।”

ফখরুল আরও বলেন, “গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব কি না, জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে না দাঁড়ালে আমরাও দায়ী থাকব।”

তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদন জমা পড়লেও বাস্তব অগ্রগতি হয়নি।

×