জুলাই আহতদের পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রশংসা সারজিস আলমের

জুলাই আহতদের পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রশংসা সারজিস আলমের
গত বছরের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা এবং পুনর্বাসনে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সেনাপ্রধান যতবার আহতদের দেখতে গেছেন, তা অন্যান্য সব উপদেষ্টার সম্মিলিত সফরের চেয়েও বেশি।
সারজিস আলম লিখেছেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় প্রতিটি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়ে সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের খোঁজখবর নিয়েছেন। সবচেয়ে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা সিএমএইচেই ব্যক্তি প্রতি সর্বোচ্চ চিকিৎসা ব্যয় হয়েছে।”
তিনি আরও বলেন, আহত ও শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছেন। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে উল্লেখ করেন তিনি।