এমনি দিয়েই ভাইরাল দেব ক্যাপশন নিয়ে যা বললেন অভিনেতা নিজেই

দেব : ছবি-সংগৃহীত
টলিউড অভিনেতা দেব তার কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু একটি বিষয় সবার নজর কাড়ে—প্রায় প্রতিটি ছবির ক্যাপশনেই থাকে ছোট্ট একটি শব্দ, “এমনি”।
এই ‘এমনি’ ক্যাপশন নিয়ে তাকে ঘিরে যেমন তৈরি হয়েছে অসংখ্য মিম, তেমনি ট্রলেরও শিকার হয়েছেন বহুবার। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দেবের বিভিন্ন ছবির স্ক্রিনশট, প্রতিটি পোস্টেই লেখা “এমনি”। এরপর ক্লিপে আসে ২০০৯ সালের হিট সিনেমা ‘চ্যালেঞ্জ’-এর একটি দৃশ্য, যেখানে শুভশ্রী গাঙ্গুলী দেবের বন্ধুত্বের প্রস্তাবে বলেন, “এমনি”।
ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় জল্পনা—শুভশ্রীর সেই সংলাপ থেকেই কি দেবের ক্যাপশনের অনুপ্রেরণা?
দেব বললেন, ‘এমনি’ মানেই এমনি, এর পেছনে গল্প আছে!
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ভাইরাল ভিডিওটি দেখানো হলে দেব হেসে ফেলেন। এরপর বলেন,
“রুক্মিণী খুব ভালো ইংরেজি লেখে, লম্বা ক্যাপশন দেয়। আমি ভাবলাম—মানুষ এত পড়ে কী করে? আমার একটা ছবি পোস্ট করতে চাইলাম, গুগলে খুঁজতে গিয়ে দেখি লম্বা কবিতা! তখন রুক্মিণী পাশে ছিল, বললাম ‘এমনি’ লিখতে চাই। ও বলল—তাহলে লিখে দাও! সেখান থেকেই শুরু।”
তিনি আরও যোগ করেন,
“প্রথম দিকে মজা করে লিখতাম ‘এমনি’। কিন্তু এখন যদি না লিখি, মানুষ খুঁজতে থাকে—‘এমনি’ কোথায়? আমি ভাবিনি এটা এত হিট হবে। সত্যিই, ‘এমনি’ এমনি ভাবেই এসেছে।”
‘এমনি’ এখন দেবের আইকনিক ট্রেডমার্ক দেব জানান, তিনি যখন দীর্ঘ ক্যাপশন দিতে চান না, তখন ‘এমনি’ দিয়ে দেন—সোজাসাপ্টা, ব্যাখ্যাহীন, মনমতো। কিন্তু এখন তার অনুসারীরাই যেন এই ছোট্ট শব্দটিকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছে।