ভারতে থাকা বাংলাদেশিদের গ্রহণ করা হবে রোহিঙ্গাদের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী : ছবি-সংগৃহীত
বাংলাদেশের কোনো নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তবে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে গ্রহণ করবে না সরকার—সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর, পুলিশ লাইন ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“ভারত যেভাবে বাংলাদেশিদের পুশ-ইন করছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দেশের নাগরিক হলে প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করব। তবে রোহিঙ্গা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
⚖️ গণঅভ্যুত্থান মামলা ও তদন্তে গুরুত্ব
গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোতে উদ্দেশ্যমূলকভাবে বহু মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তিনি বলেন,
“এ ধরনের মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।”
তিনি আরও জানান, সকল মামলার সুষ্ঠু তদন্ত করে যথাসময়ে অভিযোগপত্র দাখিল করা হবে।
🛡️ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও অস্ত্র উদ্ধারে তৎপরতা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রও উদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে।”