টেস্টে রেকর্ডের পাহাড় গড়ছেন জো রুট ছাড়িয়ে গেলেন দ্রাবিড়-পন্টিং-ক্যালিসকে

জো রুট : ছবি-সংগৃহীত
ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। ভারতের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তিনি পেছনে ফেলেছেন একাধিক কিংবদন্তিকে।
ক্রিকইনফো’র তথ্য অনুযায়ী, রুটের বর্তমান টেস্ট রান ১৩,৪০৯। তিনি এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক—শীর্ষে আছেন কেবল শচিন টেন্ডুলকার (১৫,৯২১ রান)। এই ইনিংসেই তিনি ছাড়িয়ে যান রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং রিকি পন্টিং (১৩,৩৭৮)-কে।
রুটের টেস্ট সেঞ্চুরির সংখ্যা এখন ৩৮টি, যা যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। তার সমান শতক আছে কুমার সাঙ্গাকারার। এগিয়ে আছেন কেবল শচিন (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১)।
রুটের ফিফটির সংখ্যা এখন ১০৪টি, যা পন্টিং ও ক্যালিসের চেয়ে বেশি। এই তালিকায় শীর্ষে শচিন টেন্ডুলকার, যার ফিফটি-প্লাস ইনিংস সংখ্যা ১১৯।
ভারতের বিপক্ষে টেস্টে রুটের সেঞ্চুরি এখন ১২টি, যা এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্টিভ স্মিথকে (১১ সেঞ্চুরি)। পুরো টেস্ট ইতিহাসে কেবল ডন ব্র্যাডম্যান (১৯, ইংল্যান্ডের বিপক্ষে) এবং সুনীল গাভাস্কার (১৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) রয়েছেন তার সামনে।
ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে রুটের শতক সংখ্যা এখন ৯টি, যা এক প্রতিপক্ষের বিপক্ষে হোম কন্ডিশনে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড। আগে এই রেকর্ড ছিল ব্র্যাডম্যানের, যার ছিল ৮টি।
দেশের মাটিতে রুটের টেস্ট রান এখন ৭,১৯৫, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন কেবল পন্টিং (৭,৫৭৮) ও টেন্ডুলকার (৭,২১৬)।
বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে রুটের রান ১,১২৮, যা এই মাঠে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। এছাড়া লর্ডসেও তার রান ২,১৬৬—যা ব্রিটিশ কিংবদন্তি হিসেবে তাকে অনন্য উচ্চতায় তুলে ধরেছে।
একটি দারুণ রেকর্ড হলো, রুট রবীন্দ্র জাদেজার বিপক্ষে করেছেন ৫৮৮ রান—একজন ব্যাটারের পক্ষে কোনো নির্দিষ্ট বোলারের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান।