“নতুন নির্বাচন পদ্ধতির প্রস্তাব বাংলাদেশ খেলাফত মজলিসের

বর্তমান নির্বাচন পদ্ধতি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নানা দুর্বলতা চিহ্নিত করে নতুন একটি নির্বাচন ব্যবস্থা প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির প্রস্তাবিত পদ্ধতির নাম মিক্সড মেম্বার পিআর (MMP)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জনমতের প্রতিফলনে কার্যকর নির্বাচনব্যবস্থা মিক্সড মেম্বার পিআর (MMP)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নতুন এ প্রস্তাব উত্থাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন ও প্রকৃত জনমতের প্রতিফলন সম্ভব নয়। নতুন এই এমএমপি পদ্ধতি দেশে কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়তে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, সরকার যেন নিরপেক্ষ পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, সেজন্য পর্যাপ্ত সংস্কারের রূপরেখা ঘোষণা করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এমএমপি পদ্ধতির কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সংসদে উচ্চকক্ষে প্রথমে পিআর পদ্ধতি সংযোজন করা যেতে পারে, পরে অভিজ্ঞতা অনুযায়ী ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।”
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন এজহারসহ অন্যান্যরা।
বক্তারা জানান, “দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন ও সময়োপযোগী নির্বাচন ব্যবস্থা প্রয়োজন। এমএমপি পদ্ধতি সেই পথে একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে।”