জনগণের আস্থাহীনতায় উপদেষ্টারা হাসির পাত্র মাসুদ কামালের কড়া সমালোচনা

মাসুদ কামাল : ছবি-সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে উপদেষ্টারা এখন সাধারণ মানুষের চোখে হাসির পাত্রে পরিণত হয়েছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ও অব্যবস্থাপনায় দুই উপদেষ্টাকে আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, ‘এতটাই অজনপ্রিয়তা তৈরি হয়েছে যে ছোট ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আসিফ নজরুল এক বছর আগে অন্যপাশে ছিলেন, এখন এইপাশে। সাধারণ মানুষ আজ তাকে ভুয়া বলছে, এ অবস্থান তিনি ও তার সহকর্মীরাই অর্জন করেছেন।’
টকশোতে মাসুদ কামাল আরও বলেন, ‘উপদেষ্টারা একেকজন নানা রকম ক্যারিকেচার করছেন। রাত আড়াইটার সময় এসে বলছেন পরীক্ষা হবে না— অথচ কিছুক্ষণ পর অন্যরা সেটিকে সমর্থন করছেন। দেখা যাচ্ছে, বাকি উপদেষ্টাদের জেগে থাকার শক্তিই নেই।’
তিনি অভিযোগ করেন, উত্তরার সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় উপদেষ্টারা বড় ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। মাসুদ কামালের কথায়, ‘এত ঘনবসতিপূর্ণ শহরে প্রশিক্ষণ বিমান চালানোই উচিত নয়। সঠিকভাবে সেফটি চেক না করার ফলেই দুর্ঘটনা ঘটেছে। কোনো গাড়ি বের করার আগে মানুষ তেল-পানি চেক করে, অথচ আকাশে উড়বে এমন যান নিয়ে উপদেষ্টাদের কোনো সঠিক প্রস্তুতি ছিল না।’
তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘যখন সঠিক তথ্য দেওয়া হবে না, তখন মানুষের সন্দেহ বাড়বে। আর সন্দেহের ডালপালা ছড়িয়ে গেলে সেটি আর কারও নিয়ন্ত্রণে থাকবে না।’