ক্যাস্পিয়ান সাগরে ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়া সম্পন্ন

ক্যাস্পিয়ান সাগরে যৌথভাবে নৌ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শেষ করেছে ইরান ও রাশিয়া। ‘সিএএসএআরইএক্স ২০২৫’ শীর্ষক এই যৌথ নৌ মহড়া শেষ হয়েছে অংশগ্রহণকারী জাহাজগুলোর সামুদ্রিক কুচকাওয়াজের মাধ্যমে, যা ইরানের কমান্ড জাহাজ ‘সিপার’–এর পাশ দিয়ে অতিক্রম করে। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের।
এই মহড়ার চূড়ান্ত কুচকাওয়াজে অংশ নিয়েছে ইরান ও রাশিয়ার একাধিক নৌ ও বিমান ইউনিট। ইরানের সেনা নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ সেপার, পেইকান, জোশান ও দেরফাশ, আইআরজিসির শহীদ বাসির জাহাজ, পুলিশের মেরিটাইম ফোর্সের হায়দার টহল নৌকা, বন্দর ও সামুদ্রিক সংস্থার পাক বুম জাহাজ, টাগবোট হারজ ও আনজালি, দুটি এবি-২১২ হেলিকপ্টার এবং রাশিয়ার এসবি৭৩৮ অনুসন্ধান ও উদ্ধার জাহাজ যৌথ মহড়ায় অংশ নেয়।
ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়ার দ্বিতীয় রিয়ার অ্যাডমিরাল মোহসেন রাজ্জাঘি জানিয়েছেন, চূড়ান্ত কুচকাওয়াজের মাধ্যমে মহড়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
‘নিরাপদ ও সুরক্ষিত ক্যাস্পিয়ান সাগরের জন্য একসঙ্গে’ স্লোগানকে সামনে রেখে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।