| ২৬ জুলাই ২০২৫
শিরোনাম:

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ বার্ন চিকিৎসক দল

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ বার্ন চিকিৎসক দল

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের একটি বিশেষ জরুরি চিকিৎসক দল ঢাকায় আসছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীনের বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ নার্সসহ পাঁচ সদস্যের দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবে এবং দগ্ধ রোগীদের অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে দুই দেশের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা যুক্ত হন। বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে আহতদের বর্তমান অবস্থা ও সম্ভাব্য চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথ আলোচনা হয়। দুই দেশের মধ্যে এই সমন্বিত উদ্যোগে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে নতুন আশার আলো দেখছেন সবাই।

শুধু বিভাগ নয় এনবিআরের জবাবদিহিতা ও প্রযুক্তিগত সংস্কারও জরুরি: চেয়ারম্যান আবদুর রহমান খান

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ বার্ন চিকিৎসক দল

আবদুর রহমান খান : ছবি-সংগৃহীত

শুধু এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভাগ করলেই কর ব্যবস্থার সব সমস্যা দূর হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি’ বিষয়ক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তি নির্ভর পদ্ধতি নিশ্চিত করতে পারলে এ ভয় দূর হবে।” এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর ব্যবস্থাকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় কর শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ কর শিক্ষায় এখনো অনেক পিছিয়ে। তাই শিক্ষার্থীদের মাঝে কর বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ে কর শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “একটি আধুনিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর এনবিআর গঠনের মাধ্যমেই টেকসই রাজস্ব আয় নিশ্চিত করা সম্ভব।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ বার্ন চিকিৎসক দল

বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন সাবির সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা এই নেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে রিপন সাবির লেখেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে, আমার পদ থেকে দলের প্রতি সম্মান রেখে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

পদত্যাগপত্র জমার বিষয়টি সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় বা থানা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহিপুর থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পদত্যাগ পত্রটি জেলায় পাঠানো হয়েছে জেলা থেকে সময় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ হয়নি। কোন বক্তব্য পাওয়া যায় নি।

অভিনেত্রী মৌ শিখার কর্মহীনতার স্ট্যাটাস ভাইরাল পাশে দাঁড়ালেন মনিরা মিঠু

উত্তরার বিমান দুর্ঘটনায় দগ্ধদের সেবায় ঢাকায় আসছে চীনের বিশেষ বার্ন চিকিৎসক দল

টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেত্রী মৌ শিখা বর্তমানে কর্মহীন সময় পার করছেন। গত আড়াই মাস ধরে তার হাতে নেই কোনো নাটকের কাজ। এই কঠিন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অসহায়তা ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া সেই দীর্ঘ পোস্টে মৌ শিখা লেখেন, “আমি অভিনয় করেই সংসার চালাই। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, এখন কাজ হয় মাত্র চার-পাঁচ দিন। বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে।”

তিনি অনুরোধ করেন, “মৃত্যুর পর আমার জন্য আফসোস করে লাভ নেই। বেঁচে থাকতেই যেন মূল্যায়ন পাই।”

অভিনেত্রীর এই স্ট্যাটাস নেটিজেনদের মধ্যে আলোড়ন তোলে। সহকর্মী এবং ভক্তরা দুঃখপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মন্তব্যে। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু মৌ শিখার পাশে দাঁড়াতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন—
“ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। সবাই আমাদের কাছে চা খেতে আসবে।”

এই বন্ধুত্বপূর্ণ প্রতিশ্রুতি ভক্তদের মন জয় করেছে। কেউ বলছেন, “এই না হলে বন্ধুত্ব”, আবার কেউ লিখেছেন, “মনিরা মিঠু আপা একজন আদর্শ সহকর্মী, সবাইকে সমান গুরুত্ব দেন।”

প্রসঙ্গত, মৌ শিখা দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছেন। জনপ্রিয় নাটক ছাড়াও তিনি ‘জমজ ভূতের গল্প’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

×