নেইমারের গ্যারেজে ২০ কোটি টাকার ব্যাটমোবাইল!

নেইমার জুনিয়র
ফুটবল মাঠে তার জাদুকরি নৈপুণ্য যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি মাঠের বাইরেও নানা আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নেইমারের ‘ব্যাটম্যান’ কমিকস প্রেমের কথা ভক্তরা আগে থেকেই জানে। এবার এই ব্যাটম্যান-ভক্ত নেইমার যেন বাস্তবেই হয়ে উঠলেন ‘ডার্ক নাইট’। আলোচনার জন্ম দিয়ে তিনি কিনে নিয়েছেন ব্যাটম্যানের বিখ্যাত ‘টাম্বলার’ ব্যাটমোবাইলের রেপ্লিকা!
৩৩ বছর বয়সী নেইমার নিজের গ্যারেজে নতুন করে যোগ করেছেন ডার্ক নাইট ট্রিলজি থেকে অনুপ্রাণিত এই দুর্দান্ত ব্যাটমোবাইলটি। দাম প্রায় ১.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা!
এই বিলাসবহুল ব্যাটমোবাইলে রয়েছে ৫০০ হর্সপাওয়ারের শক্তিশালী V-8 ইঞ্জিন। তবে সিনেমার মতো এই গাড়ি রাস্তায় চালানো একেবারেই নিষিদ্ধ। শুধুমাত্র শো-রুম বা গ্যারেজের শোভা বাড়ানোর জন্যই রাখা যাবে এই গাড়ি।
সম্প্রতি সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সাও পাওলোতে নেইমারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এই ব্যাটমোবাইল। একে ডিজাইন করেছেন আদেমার কাবরাল, আর এটি তৈরি করতে প্রায় ৫০ জনের একটি দল টানা তিন বছর কাজ করেছেন!
সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো— সিনেমার মতো ব্যাটমোবাইলের পেছন থেকেও আগুন ছোড়ার ব্যবস্থা রাখা হয়েছে!
এর আগেই নেইমারের গ্যারেজে ছিল ল্যাম্বরগিনি হুরাকান, অডি আর-৮ স্পাইডার, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ফেরারি পুয়েরোসাঙ্গুয়ে, অ্যাস্টন মার্টিন ডিবিএক্সের মতো গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হলো সিনেমার পর্দা কাঁপানো ব্যাটমোবাইল!
উল্লেখ্য, ২০২২ সালে প্যারিসে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারেও ব্যাটম্যানের পোশাক পরে অভিনেতা রবার্ট প্যাটিনসন আর জো ক্র্যাভিটজের সঙ্গে পোজ দিয়েছিলেন নেইমার। এমনকি সম্প্রতি সান্তোস ক্লাবের ড্রেসিং রুমেও ব্যাটম্যানের পোশাকে ধরা দিয়েছিলেন এই তারকা!