লিভারপুলে হুগো একিতিকে চুক্তি প্রায় চূড়ান্ত রদ্রিগোকে নিয়েও বড় চমকের আভাস

লিভারপুলের গ্রীষ্মকালীন দলবদল এবার জমজমাট। ৭৯ মিলিয়ন পাউন্ডে ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে আনতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ক্লাবটি। ইতিমধ্যেই ফ্রাঙ্কফুর্টের সঙ্গে চুক্তির কাজ প্রায় শেষ এবং খেলোয়াড়ের মেডিক্যাল টেস্টও শিগগিরই সম্পন্ন হবে।
এই চুক্তি হলে লিভারপুলের চলতি গ্রীষ্মের দলবদল বাজেট ২০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে। একিতিকে আসছেন সরাসরি আক্রমণভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে, যা কোচ আর্নে স্লটের শুরুর একাদশে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে আরেকটি বড় চমক হতে পারে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ফুট মার্কেটো সূত্রে জানা গেছে, রদ্রিগোর এজেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছে লিভারপুল। যদিও এখনো রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়নি, তবে ক্লাব বোর্ড সম্ভাবনা যাচাই করছে।
রদ্রিগো নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী। যদিও পিএসজি ও বায়ার্ন মিউনিখও তাকে দলে নিতে চায়, তবে লিভারপুলের প্রস্তাবেই বেশি আশাবাদী তিনি। জাবি আলোনসোর অধীনে রিয়ালে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় এই ট্রান্সফার বাস্তবে রূপ নিতে পারে।
তবে লিভারপুলকে রদ্রিগোকে দলে নিতে হলে তার আগে লুইস দিয়াজকে বিক্রি করতে হতে পারে। এর আগে বায়ার্ন মিউনিখ ৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেয় লিভারপুল। শোনা যাচ্ছে, জার্মান ক্লাব নতুন প্রস্তাব নিয়ে আবার ফিরতে পারে।